বগুড়ার মোকামতলায় পৃথক অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল ও ৫ কেজী গাঁজা সহ গ্রেফতার-০৩

আশিক সুজন,বগুড়াঃ বগুড়া জেলার মোকামতলা তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে গতকাল রাত আনুমানিক ০১.৪৫ এর কাছাকাছি সময়ে পৃথক ঘটনায় ৭৫ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে মোকামতলা থানা পুলিশ।মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সারওয়ার পারভেজ দৈনিক আমার ভাষাকে জানান,মোকামতলা তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে গত কাল আনুমানিক রাত ০১.৩০ থেকে ০১.৪৫ মিনিটের কাছাকাছি সময়ে ঢাকা রংপুর মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চলাকালে ১৫ বোতল ফেনসিডিলসহ একজন,৬০ বোতল ফেনসিডিলসহ অপর একজন এবং ০৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।
Viewed 140 times