বগুড়া সোনাতলা উপজেলার কর্পূর বাজার তিনমাথা নামক এলাকায় জুয়া খেলা নিয়ে ২ জুয়ারু আহত।

স্টাফ রিপোর্টারঃ জানা যায়, ফাজিলপুর নয়াপাড়া গ্রামের কয়েকজন বাঘরিয়ার গ্রামের পাশ্ববর্তী স্থানে জুয়া খেলতে বসে। একই এলাকার বারঘরিয়ার মতিনের ছেলে সজীবসহ স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্রসহ জুয়ারুদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে মোবাইল ফেরত দিলেও টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
বিষয়টি সমাধানের জন্য সজীবের সাথে ফাজিলপুর গ্রামের নয়া পাড়ার মান্নানের ছেলে স্বপন (২৫) ও ওয়াজেদ আলীর ছেলে হানিফ (৩৫), বারঘড়িয়া গ্রামের মতিনের ছেলে সজীবের সাথে দফায়-দফায় বৈঠক করে।
গত শনিবার সন্ধ্যায় পুনরায় বিষয়টি নিয়ে কথা বলতে গেলে, সজীব টাকা না দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে বারোঘরিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে, সজিব মিয়া (৩০), মোঃ বাবু মিয়া (২৫), মৃত রামপ্রসাদ দাস এর ছেলে শ্রী নিলয় দাস (২৫) এবং মোঃ মতিয়ার রহমান (৫০) সহ কয়েকজন মিলে জন সন্মুখে এলোপাথাড়ি ভাবে ছুরিকাঘাত করে। স্বপনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Viewed 90 times