বগুড়ায় শিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশ সফল করার লক্ষে শাজাহানপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আয়োজনে আগামী ৫ এপ্রিলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল নিয়ে প্রীতি সমাবেশ সফল করার লক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) উপজেলার মাঝিড়া বন্দরে দলীয় কার্যালয় ‘আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে’ এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভা ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা ও শহর শাখার সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান।
শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা প্রভাষক কাওছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুর রহমান, আমরুল ইউনিয়নের সেক্রেটারি মোঃ আশরাফুল মান্নান সামাউন প্রমূখ।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
Viewed 90 times