যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে রাশিয়ার হামলাঃনিহত ২৫ জন

আমার ভাষা ডেস্ক রিপোর্টঃ জেলেনস্কির বাগ্বিতণ্ডার পর ‘শাস্তিমূলক’ এসব পদক্ষেপ নেয় ওয়াশিংটন।
গত শুক্রবারের এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭টি দেশের এই জোটের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য নিয়ে পুতিন দেখাচ্ছেন যে তাদের শান্তি প্রতিষ্ঠার প্রতি কোনো আগ্রহ নেই।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের তিনটি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর দখলমুক্ত করেছেন রুশ সেনারা।
ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে দুই পক্ষের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প ও জেলেনস্কি। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে তাদের মধ্যস্থতায় জেদ্দায় এ বৈঠক হতে যাচ্ছে। যুদ্ধ বন্ধে এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে রিয়াদে এক বৈঠকের আয়োজন করেছিল সৌদি আরব।
Viewed 140 times