এক দিনে সর্বোচ্চ সংখ্যক ওমরাহ পালনের রেকর্ড

আমার ভাষা ডেস্ক রিপোর্টঃ মক্কায় এক দিনে সর্বোচ্চ সংখ্যক ওমরাহ পালনের রেকর্ড হয়েছে। গত বুধবার এক দিনে প্রায় ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছেন। মসজিদুল হারামের ভেতরে মুসল্লিদের নিরাপত্তা এবং ঝামেলাহীন চলাচল নিশ্চিত করতে উন্নত ভিড় ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। এ পরিপ্রেক্ষিতে মসজিদুল হারামের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর এবং উন্নত ক্যামেরা ব্যবহার করে একটি পর্যবেক্ষণব্যবস্থা চালু করা হয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য হলো সঙ্গে সঙ্গে বা রিয়েল-টাইমে মুসল্লিদের চলাচলের দিকে খেয়াল রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভিড় ব্যবস্থাপনা ঠিক করা।
মসজিদের প্রবেশপথে যে স্মার্ট ক্যামেরা বসানো হয়েছে তা প্রবেশকারীর চলাফেরা শনাক্ত করতে পারে। ফলে তাৎক্ষণিক ভিড় পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট ভিড় নিয়ন্ত্রণ করা যায়। এই দ্বৈত ব্যবস্থায় সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ক্যামেরা সমন্বয় করা হয়েছে। মসজিদের ব্যাপক দর্শনার্থীর কথা ভেবে এই উদ্যোগকে ভিড় ব্যবস্থাপনার উন্নতির ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেছে, এআই প্রযুক্তি মসজিদের প্রবেশপথে মোতায়েন করা হয়েছে।
এর ভেতরের ভিড় পর্যবেক্ষণ এবং চলাচল নিয়ন্ত্রণ আরও উন্নত করার জন্য ধীরে ধীরে এর ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে বার্ষিক ১ কোটি ৩৫ লাখ ওমরাহ পালনকারীর রেকর্ডের পর, ২০২৫ সালের ৬ মার্চ এক দিনে ওমরাহ পালনের এই সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করল।
Viewed 80 times