বগুড়ার কাহালু ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ,

মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালুঃ অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্য বিষয়কে অগ্রাধিকার দিয়ে ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মোছাঃ তান্জিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মোঃ শহিদুল ইসলাম। আর এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল মতিন, মোঃ মাহবুবুল আলম, মোঃ খালেকুজ্জামান মিঠু, মোঃ শাহিন সরদার, নারী উদ্যোক্তা মোছাঃমরিয়ম, শ্রীমতি গৌরী, শ্রীমতী লিপি,কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শ্রীঃ সঞ্জয় , শ্রীঃ গোপাল সহ প্রমুখ।উল্লেখ্য যে আর এ সময় বিভিন্ন নারী সংগঠক ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
Viewed 120 times