April 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মাসিক কীট প্যারেড অনুষ্ঠিত;

মোঃ মোরশেদুল ইসলাম রবিঃ অদ্য ০৮ মার্চ ২০২৫ খ্রি. (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের কীট প্যারেড অনুষ্ঠিত হয়।

জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বগুড়া মহোদয় উক্ত কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এসময় তিনি অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালামাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, আমরা একটি সুশৃংখল বাহিনী । সুতরাং আমাদের পোশাকেও তার বহিঃপ্রকাশ থাকতে হবে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Viewed 160 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!