কাহালু পাবহারা জে,এল ১৩২নং নিন্মে তাপশীল বর্ণিত সম্পত্তির জোরপূর্বক ভাবে বাড়িঘর নির্মাণের অভিযোগ।

মোঃ মোরশেদুল ইসলাম রবি কাহালুঃ তপশীল বণিত সম্পওি সি. এস ১০৩ নং এস,এ ১১৯ নং ও আর,এস১০/১নং যাহা শ্রীশ্রী রাধা মাধব বিগ্রহ নামে লেখা যায়। যাহা আমি সেবাইত বা সভাপতি দেখাশোনা বা নলিশি জামি সন সন পওন করিয়া উক্ত টাকা দিয়া মন্দিরে কাযক্রম পরিচালনা করিয়া আসিতেছি। ১৩/০২/২০২৫ইং তারিখে কে/বা কাহারা আমাকে মোবাইল যোগে জানাই যে,আপনার ০২ (দুই)টি পুকুর দখলকৃত সম্পওিতে পাবহারা গ্রামের কয়েকজন ব্যাক্তি বাড়ী ঘর নিমাণ সহ রএীতে মাটি ভরাট করিতেছে। আমি ঘটনার দিন উক্ত জায়গায় উপস্তিত হইয়া সাক্ষীগণের মাধ্যমে জানিতে পারি যে, ঘটনাটি সত্য।আমি তাহাদিগকে সাক্ষীগণের সাক্ষাতে অনুরোধ করি। কিন্তু তাহার আমাকে মারমুখী ও ভয়ভূতি প্রদশন করে।তখন আমি নিরুপায় হইয়া পাবহারা গ্রামের উল্লেখিত ব্যাক্তির নামে প্রকাশে ন্যায় বিচারের স্বাথে প্রকাশ করিলাম:-(১) আব্দুল খালকে (৫০),পিতা মৃত আব্দুস ছামাদ,(২) মো:মাহফুজর রহমান(৪৭), পিতা-মৃত দিরাজ উদ্দিন,(৩০ মো:ছানোয়ার হোসেন(৪০), পিতা-মৃত ছোলাইমান আলী,(৪)আইয়ুব আলী(৩৫), পিতা-মৃত:ছবেদ আলী, (৫) মো:ইদ্রীস আলী(৩৫), পিতা-হোসেন আলী, (৬) মো:সাগর আলী(৩২), পিতা-শহীদুল ইসলাম,(৭) মোছা:রেশমা খাতুন (২৬), পিতা-ইয়াছিন আলী, (৮) মোছা:সুলতানা বেগম(২৮), স্বামী-মো:ইউছুব আলী, (৯) মো: নাহিদ আলী(২৪), পিতা-মৃত:আব্দুস সালাম, (১০) মো: সিরাজুল ইসলাম(৫২), পিতা-হোসেন আলী, (১১) আবু বক্কর সিদ্দিক(৩৯), পিতা-মৃত দিলবর আলী, (১২) মো:আয়নাল হক(৪০), পিতা-ইব্রাহিম আলী, (১৩) মো:আলম প্রমানিক (৪১), পিতা-মৃত গহর আলী, (১৪) আব্দুল আলী(৩৬), পিতা-মৃত মজিবর রহমান (১৫) মো: মোকলেছার রহমান(৫৮), পিতা-মৃত দিরাজতুল্য ও আরও অনেকে সহ (১৬) মো: শাজাহান আলী(৬০), পিতা-মৃত হামেদ আলী তাহার নিদেশে উল্লেখিত ব্যাক্তিরা আমার দখলকৃত সম্পওির উপর পূর্ব, উওর ও দক্ষিণ ধারে প্রতেকে অনুমান ১০ থেকে ১৬ শতক পর্যন্ত জায়গায় ভরাট সহ বাড়ীঘর তৈরি করিয়াছে। যাহা বাঁশের ছাউনি দারা নিমিত। আর আমি রাধা মাধব বিগ্রহ পক্ষে নালিশী সম্পওিতে আরও ০২ টি শরিক আছে। যাহা শরিকগণের সহিত পরামর্শ করিয়া নালিশী সম্পওিতে পূর্ব উওর সহ পুকুর আনুমানিক ১৩৯+১৪১=২৮০ শতক যাহা বৈধ কাগজপএ সহ আপনার নিকট বিচার সহ উক্ত শরিকগণ তাহাদের সম্পওি বতমান আর,এস খতিয়ান ১নং খতিয়ানে প্রস্তুত হইয়াছে। তাহারা যথাযথ ভাবে নিজ নামে রেকর্ড সংশোধন করার জন্য উচ্চ আদালতে ১৮২/২২নং মামলা চলমান আছে।আমি নিকটবর্তী থানায় বসবাস করি নাই।আমার পক্ষে নালিশী সম্পওি নিজে চাষ আবাদ করা সম্ভব নয়, মমে্ আমি সন সন পওন করি। ১৩/০২/২০২৫ ঘটনার দিনে, উপস্তিত স্বাক্ষীগণের নাম প্রকাশ করা হইল:-(১) মো:আব্দুল রাজ্জাক(৫৫), পিতা-আজিমুদ্দিন, (২) মো:আয়ুব আলী(৫৮), পিতা মৃত মোহাম্মদ আলী, (৩) ইনছান আলী (৫৯), পিতা-মৃত মাছুম সোনার, (৪) মো:নাজির আহমেদ জিলাদার (৬১), পিতা-মৃত নুরুন্নবি জিলাদার, (৫) সোহাগ আলী(৩২), পিতা-মৃত লোকমান আলী,(৬) মো:সাদ্দাম আলী(৩৪) পিতা-মনির উদ্দিন, (৭) মো:রব্বানী(৩৫), পিতা-মৃত হামিদ উদ্দিন, (৮) মো: হজরত আলী(৪২), পিতা-মৃত মছির উদ্দিন (৯) মো: ফরহাদ হোসেন জয় (২২), পিতা-আব্দুল মান্নান জুয়েল, (১০) আব্দুস সালাম (৪৫) পিতা-মুত ছফাতুল্যা, (১১) মো:আফছার আলী (৪৬) পিতা-মৃত আমির আলী, (১২) মো:মাছুম (৩০), পিতা-নজরুল সহ আরও অনেকে ঘটনার সময় উপস্তিত ছিলেন। যাহা স্বাক্ষীগণের পরামর্শে আমি নিরুপায় হইয়া আইনগত ব্যবস্থা গ্রহন করা সহ ন্যায় বিচারের প্রথনা।
Viewed 150 times