April 18, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় মুক্তিপণের দাবিতে সিফাত অপহরণ করা হয়েছিল অপহরণকারী কালাম আজাদ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের জহুরুল নগর মদিনা মসজিদ সামনে অভিযান পরিচালনা করে এক অপহরণকারী গ্রেফতার। মুক্তিপণের মধ্যে ৫ হাজার টাকা ও ভিক্টিম রাকিবুল ইসলাম রিফাত (২২) পিতা আব্দুর রউফ, সাং উত্তর পেচুল, শেরপুর।
গত বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটে শহরের জলেশ্বরীতলা কালিমন্দির উত্তর পাশে নক্ষত্র কোচিং সেন্টারের সামনে থেকে ভিক্টিম রাকিবুল ইসলাম রিফাত জলেশ্বরীতলা কালিমন্দিরের সামনে কোচিং সেন্টারে ঢোকার সময় অজ্ঞাতনামা ৪ জন আসামীরা তাহার পথরোধ করিয়া টেনেহিচড়ে জোড়পূর্বক একটি অটোরিক্সায় তুলে নিয়ে শহরের বাদুড়তলা এলাকার এক বাড়ীতে নিয়া গিয়া একটি কক্ষে আটক করিয়া রাখে। অজ্ঞাতনামা আসামীরা ভিক্টিমের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৭৬-২০৭৬১৬ থেকে তাহার মামা আবুল কালাম আজাদ (৩৫) পিতাঃ আঃ হান্নান সাং শাহানগর শাহজাহানপুর। ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৩৬-৫৫০২৩৮ ফোন করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। ভিক্টিমের মামা মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানাইলে অজ্ঞাতনামা ৫ জন আসামী ভিক্টিমকে অটোতে করিয়া ও পিছনে রিক্সায় ৪ জন আসামী পাহাড়া দিয়া জোরপুর্বক আজিজুল হক সরকারী কলেজের পেছন সাইডের একটি পরিত্যাক্ত ভবনে নিয়ে যায়। ভিক্টিমের নিকটে থাকা মানিব্যাগ দুই হাজার সাত শত টাকা) জোরপুর্বক বাহির করিয়া নেয়। অজ্ঞাতনামা আসামীগণ ভিক্টিমকে হকিস টিক, লোহার রড, লাঠি দিয়া পিঠে আঘাত করিয়া ফাটা জখম ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ীভাবে মারপিট করিয়া ছেলাফোলা জখম করে। ভিক্টিমের মামা বাধ্য হয়ে তাহার ০১৭৩৬৫৫০২৩৮ বিকাশ নাম্বার থেকে ভিক্টিমের বিকাশ নাম্বার ০১৯৪১-৯৩২৬০৯ গত বুধবার বিকেলে ১০ হাজার টাকা, ৫ হাজার টাকা রাতে দুই হাজার টাকা মোট সতের হাজার টাকা সেন্ড মানি করে। উক্ত টাকা অজ্ঞাতনামা আসামীরা তাহাদের ব্যবহৃত মোবাইল নাম্বারে সেন্ড মানি ও ক্যাশ আউট করে নেয়। অজ্ঞাতনামা আসামীগন আরো চাঁদা দাবি করিয়া হুমকি ধামকি ও নির্যাতনের মাত্রা বাড়াইলে ভিক্টিমের মামা বগুড়া ডিবি পুলিশের সাহায্য নেয়। ডিবি বিষয়টি তাতক্ষনিকভাবে গোপন গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নেয়। ডিবি পুলিশের উপস্থিতি দেখে অজ্ঞাতনামা আসামীরা ভিক্টিমকে ছেড়ে দিয়া পালিয়া চেষ্টা করলে গত বুধবার বিকেল জহুরুল নগর মদিনা মসজিদ সামনে সামনে থেকে মোঃ রাতুল ইসলাম (২২), পিতা মোঃ শাহিনুর ইসলাম, সাং জহুরুলনগর। তাহার নিকটে থাকা মোবাইল ও আমার বিকাশ ০১৯৪১-৯৩২৬০৯ নাম্বার থেকে আসামী রাতুল এর ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৬৬-৭৭৩০১৯ নেয়া বিকাশে ৫ হাজার টাকা উদ্ধারসহ ও ভিক্টিককে উদ্ধার করা হয়। আসামী রাতুলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পলাতক আসামী মোঃ ফারদিন আল মানসিফ (২৫) (মোবাঃ ০১৮৭২-৯৮৯৮৬১) বাবলা কাউন্সিলর এর ভাতিজা পিতাঃ অজ্ঞাত সাং বাদুরতলা বগুড়াসহ অজ্ঞাতনামা ৬-৭ জন আসামী মিলিয়া ভিক্টিমকে অপহরণ করে মুক্তিপণ দাবী করা সহ মুক্তিপণ আদায় ও মারপিট করে।
গ্রেফতারকৃত আসামি হলেন, মোঃ রাতুল ইসলাম (২২), পিতা মোঃ শাহিনুর ইসলাম, বাদুরতলা এপি/ জহুরুলনগর।
একটি এন্ড্রোয়েড ফোন। মুক্তিপণের ৫ হাজার টাকা। পলাতক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Viewed 120 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!