শেরপুর (বগুড়া) প্রতিনিধি: প্রিপেইড মিটারকে না বলুন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতিগ্রস্ত প্রজেক্ট বাতিল করুন, অবিলম্বে বন্ধ করুন করতেই হবে, স্লোগানে বগুড়ার শেরপুরে সর্ব শ্রেণির জনগণের ব্যানারে নর্দান ইলেকট্রি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এক মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় দুপুর ১২ টার দিকে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এমনিতে না-না রকমের চার্জসহ ভুতুড়ে বিদ্যুৎ বিলে গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। এরপর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ মানুষ আরও বেশী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।খরচ বৃদ্ধিসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি। এই প্রভাব সবচেয়ে বেশি পড়বে নিম্ন আয়ের মানুষদের প্রতি।
মানববন্ধনে সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।