যশোরের মনিরামপুরে ১৮ বছর বয়সের মেয়ের প্রেমের ফাঁদে ৩৫-৪০ জন্য প্রেমিক

যশোর মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করছেন যশোর মনিরামপুর উপজেলার পারখাজুরা ইউনিয়নের চাকলা গ্রামের জামাত নেতা পরিচয় দানকারী শাহরিয়ার উদ্দীনের মেয়ে রুমায়া খাতুন।অনুসন্ধানে উঠে আসে তার প্রতারণার কিছু দৃশ্য প্রথমে মোবাইল নাম্বারে মিসকল দিয়েই শুরু করেন সম্পর্ক কিছুদিন গেলেই দাবী করা হয় মোটা অংকের টাকা ভালোবাসার ফাঁদে ফেলে তার সাথে ঘুরতে যান একদিক পার্কে এমনই একটি অভিযোগ করেন যশোর জেলার নড়াইলের ছেলে।সম্মান হানি হবেন বলে নাম না প্রকাশ করা এক ভুক্তভোগী বলেন প্রথমে 01912424387 এই নাম্বার থেকে আমার নাম্বারে মিসকল দেন যশোর জেলার মনিরামপুর উপজেলার পারখাজুরা ইউনিয়নের চাকলা গ্রামের শাহরিয়ার মেয়ে রুমায়া খাতুন।পরে আমি ফোনটা ব্যাক করলে তিনি আমার পরিচিত বলে জানান তার কত সুন্দর হলে ফোনটা কেটে দিয়ে চেষ্টা করি তার পরিচয় জানার জন্য পরবর্তীতে সে আমার ব্যবহৃত নাম্বারে মেসেজ করেন আপনাকে ভালোবাসি এভাবেই একে একে করে শুরু হয় প্রেমের সম্পর্ক দীর্ঘ নয় মাসের সম্পর্ক মাঝে মাঝে নিজের জিনিস কিনবেন বলে তাকাও নিতেন প্রথম যেদিন আমাকে ঘুরতে নিয়ে জানা সেদিন রুমায়া খাতুন (১৮)।দাবি করেন একটি মোবাইল ফোন কিনে দিতে হবে আমি তার সময় না দিতে পেরে ৪৫ হাজার টাকা মোবাইল কিনার জন্য দিয়ে চলে আসি এভাবে একের পরে পাঁচ হাজার তিন হাজার সাত হাজার করে একাধিকবার বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা নিয়েছেন পরবর্তীতে আমার এক বন্ধুর কাছেই আবারো ০১৯১২৪২৪৩৮৭ এই নাম্বার থেকে ফোন দিয়ে প্রেমের সম্পর্ক করার কথা বলে প্রতারণার মাধ্যমে ৬৫ হাজার টাকা নেওয়ার পরে যখন আমি জানতে পারি তখন এই মেয়ের জানতে পারলাম তখন যশোর মনিরামপুর উপজেলার পারখাজুরা ইউনিয়নের চাকলা গ্রামের জামাত নেতা পরিচয় দানকারী শাহরিয়ার
উদ্দীনের মেয়ে রুমায়া খাতুন একজন প্রতারক অনেক ছেলের সাথে এভাবে সম্পর্ক করে লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।এ ব্যাপারে যশোর মনিরামপুর উপজেলার পারখাজুরা ইউনিয়নের চাকলা গ্রামের নাম না বলা এক ব্যক্তি জানান এভাবে ৩৫, ৪০ জন মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ের প্রতারণা করে কাছ টাকা হাতিয়ে নেওয়ার কথা শুনেছি এবং এলাকায় আলোচনার সমালোচনার ঝড় উঠেছেন তাছাড়া কিছুদিন আগেও যশোর মনিরামপুর উপজেলার পারখাজুরা ইউনিয়নের চাকলা গ্রামের জামাত নেতা পরিচয় দানকারী শাহরিয়ার মেয়ে রুমায়া খাতুনকে নিয়ে এলাকাবাসি যশোর মনিরামপুর উপজেলার পারখাজুরা ইউনিয়নের চাকলা গ্রামের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক কারণে সালিশও করেছেন এই মেয়ে একটি প্রতারক এবং নষ্ট এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।যশোর মনিরামপুর উপজেলার পারখাজুরা ইউনিয়নের চাকলা গ্রামের রুমায়া খাতুন এর পিতার সারিয়া কাছে জানতে চাইলে তিনি বিষয়টা অস্বীকার করে ফোনটা কেটে দেন।
Viewed 660 times