বগুড়ায নারী লিপ্সু ঝটিকা শাহিন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ধর্ষণ, ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ বহু মামলার আসামি পরিবহন ব্যবসায়ী ঝটিকা শাহিন (৫২) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, শাহিনুর রহমান শাহিন ওরফে ঝটিকা শাহিন (৫২) শহরের কাটনারপাড়ার ওয়াজেদ আলীর পুত্র। তিনি বগুড়া জেলা জাতীয় যুব শ্রমিক লীগের ৫ নং জয়েন সেক্রেটারি ছিল নারী ঘটিত কারণে উক্ত সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঝটিকা শাহিনের বিরুদ্ধে ধর্ষণসহ আগের বহু মামলা, ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ।
তিনি আরও জানান, ঝটিকা শাহিনকে বৃহস্পতিবার বগুড়া আদালতে প্রেরণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।
Viewed 120 times