বগুড়ায় আর্মি, র্যাব, ডিজিএফআই এর পরিচয়ে চাঁদাবাজি মামলায় র্যাবের জালে কট তিন প্রতারক
নিজেস্ব প্রতিবেদকঃ গত বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় ভিকটিম রঞ্জু মিয়া, পিতা মোঃ আজগর আলী, সাং-জাগুলী, থানা-গাবতলী, এর নিকট একটি অপরিচিত মোবাইল থেকে ফোন করে কতিপয় ব্যাক্তি র্যাব পরিচয় দিয়ে তার কাছে টাকা দাবি করে, বলে তোমার নামে র্যাব অফিসে অভিযোগ হয়েছে র্যাব তোমাদের বাড়ি অভিযান পরিচালনা করবে। অভিযোগ হতে বাঁচতে চাইলে আমাকে মাধ্যম হিসেবে এক লক্ষ টাকা দিতে হবে। আমি স্যারদের বলে রেখেছি আগামীকাল টাকা নিয়ে র্যাব অফিসের সামনে আসতে হবে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি র্যব-১২, সিপিএসসি, বগুড়ায় এসে একটি অভিযোগ দায়ের করেন। র্যাব উক্ত অভিযোগের সূত্র ধরে ছায়াতদন্ত শুরু করতে থাকে। গতকাল শুক্রবার সকাল ৯ টার সময় উক্ত ভিকটিম মোঃ রঞ্জু মিয়া র্যাব অফিসের সামনে টাকা নিতে প্রতারকদেরকে আসতে বলে, র্যাবকে অবহিত করে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি একটি চৌকষ আভিযানিক দল শুক্রবার সকাল ১০ টায় শহরের কলোনী জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের গাবতলী উপজেলার বালিয়া দিঘী ইউনিয়নের মালিয়ান ডাঙ্গা গ্রামের মূল হোতা আরমান আলী (৩৮), পিতা মোঃ ইদ্রিশ আলী, থানা-গাবতলী, মোঃ মামুন হোসেন তালুকদার (৩৭), পিতা মোঃ মানিক তালুকদার, সাং-সূর্যপাশা, থানা-নলছিটি, ঝালকাঠি। মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৫), পিতা মৃতঃ আফজাল হোসেন, সাং গজারিয়া সোনারায়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৪ টি মোবাইল, সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআই এর একটি ভুয়া আইডি কার্ড, টাকা ৩,২০০/- উক্ত চাঁদাবাজীর কাজে ব্যাবহৃত একটি কালো রং এর পুরাতন রেজিষ্ট্রেসন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, ১ নং ও ২ নং আসামীরা চাকুরীচ্যুত সেনা সদস্য, তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল।
Viewed 160 times