যৌথ বাহিনীর অভিযানে শিশু মাহিন গ্রেফতার
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শিশু-কিশোররা নানা কু-কর্ম কাণ্ডে জড়িয়ে পড়েছে। শিশু মোঃ মাহিন খাঁন (১৪) পিতা মৃত মোশারফ হোসেন পাড়া, স্থায়ী সাং-চকসুত্রাপুর চামড়ার গুদাম, বর্তমান সাং মালগ্রাম দক্ষিন পাড়া। গ্রেফতার কৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর হেফাজত থেকে উদ্ধার আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে সদর থানার জিডি নং-১৭৯২ গত শুক্রবার দিবাগত রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডেভিল হান্ট অপারেশন ডিউটি পরিচালনা করা কালে শহরের খান্দার মোড়ে অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, মালগ্রাম দক্ষিন পাড়া গ্রামস্থ মোঃ মাহিন খাঁন (১৪) পিতা মৃত মোশারফ হোসেন এর বসতবাড়ীতে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখিয়া বিক্রি করে। মালগ্রাম দক্ষিন পাড়া গ্রামস্থ মোঃ মাহিন খাঁন (১৪) পিতা মৃত মোশারফ হোসেন এর বসত বাড়ীতে উপস্থিত হয়ে উপরোক্ত আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে আটক করি। উপস্থিত গ্রেফতারকৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মাহিন খানের দেহ তল্লাশী করে তার স্বীকারোক্তি ও দেখানো তার শয়ন কক্ষের তোষকের নিচ থেকে একটি কার্তুজ বক্স, যাহার ভিতরে ২২ বোর (আগ্নেয়াস্ত্র) ১ টি সচল তাজা কার্তুজ, একটি স্টিলের তৈরী বার্মিজ চাকুজব্দ করা হয়। আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু নিজ হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রের কার্তুজ এবং বার্মিজ চাকু অস্ত্র রাখিয়া ধারার অপরাধ করিয়াছে। আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে নিয়ে আরো অভিযান পরিচালনা করে মামলা দায়ের করা হয়।
Viewed 160 times