সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টঃ নওগাঁর বদলগাছীতে সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভূক্তভোগী শিশুর মায়ের করা মামলায় রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে নওগাঁ আদালতে তোলা হয়। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম রিপন মন্ডল (৩৫)।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, শিশুটি রবিবার দুপুরে দিকে গ্রামের একটি পুকুরে গোসল করছিলো। এমন সময় রিপন মন্ডল শিশুটির হাত ধরে পুকুরের পশ্চিম পাড়ে নিয়ে গিয়ে জোর করে নিয়ে যায়। সেখানে শিশুটির হ্যাফপ্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। ভয়ে শিশুটির ডাকচিৎকারে প্রতিবেশী আলাউদ্দিন এবং তার বাবা ছুটে এসে শিশুটি উলঙ্গ দেখতে পায়। সাথে সাথে ধর্ষণ চেষ্টাকারি রিপনকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। ঘটনার পর শিশুটি তার পরিবার কে জানায় রিপন দাদু আমার সাথে খারাপ কাজ করতে চাইছিলো।
পরে শিশুটির পরিবার স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। স্থানীয়রা সন্ধ্যায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর রিপন মন্ডল কে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে বদলগাছী থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় রিপন কে গ্রেপ্তার দেখানো হয়।
জানতে চাইলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলীর ভাষ্যমতে রিপন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় ধর্ষণ চেষ্টায় মামলা লিপিবদ্ধ করা হয়েছে।
Viewed 60 times