নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার

শেরপুর উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার তিন নং খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মমিন (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল মমিন ওই ইউনিয়নের ঝাঝড় গ্রামের মৃত হায়দার আলী মন্ডলের ছেলে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত্রি সোয়া একটাই বর্তমান ঠিকানা শেরপুর পৌরসভার কর্মকার পাড়ার নিজ বাসা হতে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়। শেরপুর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ০৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির দলীয় প্রার্থী ছিলেন গোলাম মো. সিরাজ। ওই নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, বিস্ফোরণ, অগ্নিসংযোগের ঘটনায় গত ২০২৪ সালের ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপি’র সা: সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে একটি মামলা করেন। ওই আব্দুল মোমিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা বেড়িয়ে এসেছে। এই জন্য গ্রেফতার পূর্বক তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Viewed 90 times