বগুড়ার নানা অপকর্মের মূল হোতা ও সোর্স কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী আতিকুল হাসান তিতাস জেল হাজতে !

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুর থানার, এফআইআর নং-০৮, গত রবিবার ৯ ফেব্রুয়ারি জি আর নং-৪৬, গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ মজনু হোসেন (২০), পিতা মোঃ জামাল উদ্দিন, সাং চাপাহাট (উত্তর দলেক গ্রাম), থানাঃ কালিগঞ্জ, জেলাঃ লালমনিরহাট। বগুড়া শহরসহ শহরতলীর পাইকারি মাদক ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের ভয় দেখিয়ে প্রতিমাসে টাকা হাতিয়ে নেয়, নানা অপকর্মের মূল হোতা সোর্স কুখ্যাত ফেনসিডিল ব্যবসায়ী মোঃ আতিকুল হাসান তিতাস (৪৮), পিতা মৃত সৈয়দ ফারুক আলী, শহরের কাটনারপাড়া (আলী সোনার লেন), বর্তমানে বসবাস করেন, লতিফপুর দক্ষিন পাড়া (জনৈক জম্মুন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা শাজাহানপুর। গত রবিবার ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে বগুড়া শহরের কলোনী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ, সোর্স তিতাসসহ দু’জনকে গ্রেফতার করে, আদালতে প্রেরণ। পরে আদালত থেকে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামিদের দেহ তল্লাশি কালে আসামী মোঃ মজনু হোসেন (২০) এর ডান হাতে থাকা সাদা রংয়ের প্লাষ্টিকের তৈরী বাজারের ব্যাগের মধ্যে ২০ বোতল ফেন্সিডিল ও মোঃ আতিকুল হাসান তিতাস (৪৮), এর ডান হাতে থাকা সাদা রংয়ের প্লাষ্টিকের তৈরী বাজারের ব্যাগের মধ্যে ১০ বোতল সর্বমোট ৩০ ফেন্সিডিলসহ গ্রেফতার। খবরটা বাসি, সোর্স তিতাস নানা অপকর্মের মূল হোতা, এ কারণেই কি, অতি কুটকৌশলে কোট আদালতে প্রেরণ করা হয়েছিল।
Viewed 260 times