সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল এর মৃত্যুতে শোক

নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক সমিতি, বগুড়া জেলা কমিটির সভাপতি, উদীচী বগুড়া জেলা সংসদের সহ-সভাপতি সরকারি আজিজুল হক কলেজ সংসদের সাবেক সাধারণ সম্পাদক, সোনালী ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল অদ্যই রাত ১২ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া জেলার আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব দিলরুবা আক্তার নূরী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বগুড়ার আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম, কমরেড আবদুল হাই, ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, টিইউসি বগুড়ার সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কৃষক সমিতি বগুড়ার সহ-সভাপতি এ্যাড. লুৎফর রহমান , সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, উদীচী বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, দিন বদলের মঞ্চ বগুড়ার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাধারণ সম্পাদক আরিফুল হক খান রনিক, সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাধারণ সম্পাদক অখিল পাল, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।
সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল ৬৯, ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেন ও রাজপথে তাঁর সরব অংশগ্রহণ ছিল। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও ভূমিকা রাখেন। বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল এর মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয় বেলা ২ ঘটিকায় তাঁর নিশিন্দারা চকরপাড়াস্থ বাসভবনের সম্মুখে। এ সময় উপস্থিত ছিলেন ও রাষ্ট্রীয় সম্মানের নেতৃত্ব দেন সদর উপজেলা ভুমি কর্মকর্তা জনাব পলাশ চন্দ, মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলার সাবেক কমান্ডার জনাব রুহুল আমিন ও উপশহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ জনাব জালাল উদ্দিন। রাষ্ট্রীয় সম্মান শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সাতমাথা টেম্পল রোডস্থ পার্টি কার্যালয়ে নিয়ে আসা হয়। পার্টি কার্যালয়ের সামনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সাম্যবাদী আন্দোলন, কৃষক সমিতি, উদীচী,ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ক্ষেতমজুর সমিতি, আদিবাসী ইউনিয়ন ও দিন বদলের মঞ্চসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন । বীর মুক্তিযোদ্ধার সন্তোষ কুমার পালকে ইন্টারন্যাশনাল সংগীতের মাধ্যমে লাল সালাম জানিয়ে বিদায় জানানো হয়। এরপর ফুলবাড়ী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
Viewed 120 times