July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শিবগঞ্জে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষিপ্ত জনতা কর্তৃক ৩টি হিমাগারে হামলা ভাংচুর

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে ১৮টি হিমাগারে ৩০ লক্ষ বস্তা আলু রক্ষিত ষ্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষিপ্ত জনতা কর্তৃক ৩টি ষ্টোরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার মোট ১৮টি হিমাগারে উপজেলার কৃষক ও আলু ব্যবসায়ীরা প্রায় ৩০ লক্ষ বস্তা আলু সংলক্ষণ করেছেন ষ্টোরগুলোতে। খোজ নিয়ে জানা যায় গত বছরের তুলনায় এবছর ষ্টোর ভাড়া বৃদ্ধির জন্য ষ্টোর গুলো থেকে কৃষকরা ও ব্যবসায়ীরা আলু উত্তোলন করেছেন না। গত বছর প্রতিবস্তা ভাড়া ছিল ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা। ভাড়া বৃদ্ধি করে বর্তমানে করা হয়েছে ৪০০ টাকা থেকে ৪২০ টাকা এ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উপজেলার কৃষক ও আলু ব্যবসায়ীরা কয়েক মাস যাবত মানববন্ধন করে প্রতিবাদ সভা করেছেন। হঠাৎ ষ্টোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গত সোমবার দুপুরে উপজেলার খয়রাপুকুর বাজারে অবস্থিত শাহ সুলতান ষ্টোরে হামলা চালিয়ে কাঁচের তৈরি দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এদিকে গতকাল মঙ্গলবার সকালে একই দাবীতে উপজেলার আপসনে হিমাদ্রী লি: এ জনতা ইট,পাটকেল মেরে হামলা চালিয়ে ভাংচুর করে। অপর দিকে একই দাবীতে গতকাল মঙ্গলবার জামুরহাট বাজারে অবস্থিত মাহমুদিয়া ষ্টোরে বিক্ষিপ্ত জনতা হামলা চালাতে এলে ষ্টোর কর্তৃপক্ষ ও স্থানীয় সুধীজনের চেষ্টায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। এব্যাপারে আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, সাগর ফকির, হাফিজার রহমান, মোকাব্বর হোসেন মন্টু, তোফাজ্জল হোসেন, আলফেট হোসেন বলেন, এক মাসপূর্বেই আলু উত্তোলনের কথা ছিল। অথচ ষ্টোর ভাড়া বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা আরো বলেন, ষ্টোর কর্তৃপক্ষ যদি ভাড়া না কমায় তাহলে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। এব্যাপারে কৃষক আব্দুর রশিদ, কাওসার হোসেন, মুনছুর রহমান বলেন, আমরা ষ্টোরে বীজ আলু সংরক্ষণ করেছি। আমাদের প্রতিবস্তায় ষ্টোর ভাড়াসহ খরচ হয়েছে ১৬শত টাকা। বর্তমানে আলু উত্তোলন করলে সব খরচ বাদ দিয়ে আমাদের কিছুই টিকবে না। আমরা অবিলম্বে ষ্টোর ভাড়া কমানোর জোর দাবী জানাচ্ছি। এব্যাপারে খয়রাপুকুর বাজারের শাহ সুলতান ষ্টোর ম্যানেজার আবুল হাশিম বলেন, ভাড়া বৃদ্ধি ও কমানো এটা এ্যাসোসিয়েশনের ব্যাপার। হামলা ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, হামলা চালিয়ে ষ্টোরের কাঁচের তৈরি দরজা-জানালা ও আসবাবপত্র ব্যাপক ক্ষতি সাধিত করেছে। হিমাদ্রী লি: এর ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, হিমাগারে হামলা চালিয়ে কাঁচের তৈরি দরজা-জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। মাহমুদিয়া ষ্টোরের ম্যানেজার চন্দন কুমার সরকার বলেন, বিক্ষিপ্ত জনতা হামলা চালাতে এসেছিলেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের দাবীর প্রেক্ষিতে কিছু আশ্বাস দিয়ে কথা বুঝিয়ে বলিলে অল্পের জন্য আমরা রক্ষা পাই। নিউ কাফেলা ষ্টোর ম্যানেজার মিল্টন বলেন, এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক আমরা ভাড়া নির্ধারণ করেছি এবং সেই মোতাবেক কৃষক ও ব্যবসায়ীদেরকে পূর্বে আমরা জানিয়ে দিয়েছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ষ্টোরে হামলার ঘটনা জানার পর শাহ সুলতান ষ্টোরে পরিদর্শন করা হয়েছে। বর্তমানে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে ষ্টোর গুলো। থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, ক্ষতিগ্রস্ত ষ্টোর পরিদর্শন করা হয়েছে। ষ্টোরগুলোতে সার্বক্ষণিক ভাবে খোজখবর নেওয়া হচ্ছে।

Viewed 1050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!