বগুড়ার কলেজে ৫ জন ছাত্র, ৫ জন শিক্ষক — কেউই এলাউ হয়নি টেস্টে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার একটি সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৫ জন। আশ্চর্যের বিষয় হলো, শিক্ষক সংখ্যাও সমান—৫ জন! প্রতিটি শিক্ষকই মাসে পাচ্ছেন ৯০ হাজার টাকা করে বেতন। তবুও, কলেজের এই পাঁচজন শিক্ষার্থীর কেউই সাম্প্রতিক পরীক্ষায় টেস্টে এলাউ হয়নি।
জানা গেছে, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন না, এবং শিক্ষকদেরও বেশিরভাগ সময় কলেজে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে শিক্ষকদের বেতন বাবদ, অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসছে না।
এ বিষয়ে কলেজ সংশ্লিষ্ট কেউ গণমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।
শিক্ষা খাতে এই ধরনের উদাসীনতা ও অপচয়ের ঘটনা নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, “সরকারি অর্থের এমন অপব্যবহার ও নজরদারির অভাব শিক্ষাব্যবস্থার মানকে প্রশ্নবিদ্ধ করছে।
Viewed 700 times