বগুড়ার শাজাহানপুরে অস্ত্র-বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, বিস্ফোরক ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দড়িনন্দগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, আবু সাঈদের বিরুদ্ধে ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের করা মামলায় (মামলা নং-০১, জিআর নং-৩২৪/২০২৪) ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯A ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারকৃত আবু সাঈদ শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রামের মো. ইউনুস আলী মন্ডল ও মৃত রাশেদা বেগমের ছেলে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু সাঈদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Viewed 1390 times