বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, শেরপুর, বগুড়াঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ অফিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. গোলাম রব্বানী (৬০) কে গ্রেফতার করেছে।
সোমবার (৩০ জুন) রাত দেড়টার দিকে তাকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম রব্বানী বিশ্বা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান সদস্য বলে জানা গেছে।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে বিগত ১৫ নভেম্বর তারিখে দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Viewed 1300 times