July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

যুদ্ধের সময় সমর্থনের জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানাল ইরান

ডেস্ক রিপোর্টঃ ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ভারতের ‘মর্যাদাবান ও স্বাধীনতাপ্রিয় জনগণ’ যে নৈতিক সমর্থন ও সংহতির বার্তা পাঠিয়েছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

নয়াদিল্লির ইরানি দূতাবাস বুধবার এক বিবৃতিতে জানায়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সামরিক আগ্রাসনের মুখে ইরানি জাতির বিজয় উপলক্ষে তারা ভারতের সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, সামাজিক কর্মী ও অন্যান্য সকল শ্রেণির মানুষ ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে—যারা বিভিন্নভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন।

ইরানি দূতাবাস এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক দীর্ঘ বার্তায় বলে,‘ইসরাইলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধের সময় ভারতের বিভিন্ন অংশ থেকে সংহতি, নৈতিক সমর্থন, প্রকাশ্য বিবৃতি, শান্তিপ্রয়াসী সমাবেশ ও উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য গভীর প্রেরণার উৎস। এই বার্তাগুলো জাগ্রত বিবেক ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি জাতিগুলোর প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

গত ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনাসমূহ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। যুক্তরাষ্ট্র পরে ২২ জুন ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পরদিন যুদ্ধবিরতির ঘোষণা এলেও ঘণ্টার পর ঘণ্টা ধরে ইসরাইল ও ইরান একে অপরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে।

এই সংঘাত চলাকালে ভারতের সাধারণ জনগণ সামাজিক মাধ্যমে ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে। সরকারিভাবেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ বিরোধীদলীয় নেতারা ইরানের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেন।

ইরান এই বিবৃতিতে আরও জানায়, ‘আমরা যুক্তরাষ্ট্রের এই হামলাকে জাতিসংঘ সনদ, মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছি। তা সত্ত্বেও ইরানের জনগণ কখনো পিছু হটেনি এবং সংকটের মুহূর্তে তারা নিজেদের সরকারের পাশে থেকেছে।’

দূতাবাস আরও বলে, ‘ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতি যে একাত্মতা ও ঐক্যের বার্তা এসেছে, তা যুদ্ধ, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ।’

শেষে বলা হয়, ‘ভারতের মহান জনগণ ও প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে যে আন্তরিক ও অমূল্য সমর্থন আমরা পেয়েছি, তার জন্য আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ইসরাইল-ইরান যুদ্ধ

গত দুই সপ্তাহ আগে ইসরাইল ইরানের অভ্যন্তরে হামলা চালায়। তাদের দাবি, ইরান হামাস ও হুথিদের মতো সংগঠনকে সমর্থন করে, যারা ইসরাইলের বিরুদ্ধে লড়ছে। যুক্তরাষ্ট্র ইসরাইলকে পূর্ণ সমর্থন জানিয়ে বলে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই তাদের উদ্দেশ্য।

এর জবাবে ইরান এই হামলাকে উসকানিমূলক ও অন্যায় আগ্রাসন বলে আখ্যা দিয়ে ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ২৩ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

Viewed 340 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!