বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের জমি জমা নিয়ে মারামারি একজন নিহত

স্টাফ রিপোর্টারঃ রবিবার সকাল সাড়ে ৯ টায় ঘটিকার সময় মহিষাবান ইউনিয়ন যুবদলের সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম পিতা মৃত মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে মোঃ ফারুক হোসেন পিতা মোঃ হাবিবুর রহমান মোঃ উজ্জল হোসেন পিতা মোঃ কুদ্দুস আলী মোঃ তাজেল হোসেন পিতা মৃত আবুল আকন্দ মোঃ তালহা পিতা মৃত মোফাজ্জল হোসেন সর্ব সাং সোনাকানিয়াদের সাথে একই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জুয়েল পিতা মনসের আলীর নেতৃত্বে মোঃ শহিদুল ইসলাম শিমুল পিতা মৃত লোকমান হোসেন মোহাম্মদ মাফু মিয়া পিতা মোঃ গোলাম মিয়াদের সাথে সোনাকানিয়া বিলের (দহ) আধিপত্য বিস্তার ও মাছ মারাকে কেন্দ্র করে মারামারি হয়। উক্ত মারামারিতে মোঃ রেজাউল ইসলামে গ্রুপের মোঃ তালহা ইসলামে মাথায় আঘাত পাওয়ার সে গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যান। উক্ত বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মৃত জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) পিতা মনসের আলী সাং সোনাকানিয়া এর লাশ বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল হতে তার বাড়ীতে নিয়ে আসেন। লাশ বর্তমানে তার বাড়িতে আছে।
Viewed 1860 times