July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কারাগারে নোবেলের বিয়ে, পারশার প্রতিবাদ

ডেস্ক রিপোর্টঃ বিনোদন জগতের সংগীতাঙ্গনের কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের কারাগারে বিয়ে নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। গত ২০ মে ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেফতার হন গায়ক নোবেল। অভিযোগে বলা হয়, সেই নারীকে তিনি সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন।

পরে মামলার শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে মামলার বাদীকে বিয়ে করার আদেশ দেন। সেই অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেলের সঙ্গে মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা। বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান ও সাদেক উল্লাহ ভূঁইয়া।

এই ঘটনা কেন্দ্র করে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। নিজের ফেসবুক পেজে নোবেলের বিয়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন- ‘ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনই ন্যায়বিচার হতে পারে না। এটি আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুতার এক নগ্ন উদাহরণ।

তিনি আরও লিখেছেন—এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।

পারশা বলেন, এই রায় শুধু একজন নারীকে নয়, বরং সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশ্যে একটি ভয়াবহ বার্তা দেয়। তিনি বলেন, ‘ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার ওপর ভিত্তি করে গড়ে ওঠে-সহিংসতার সঙ্গে আপস করে নয়।

 

Viewed 500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!