July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১এ মাসুদ আনছারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন:বিচারক মোঃআনোয়ারুল হক

প্রকাশিতঃ২২’ই জুন ২০২৫ ইং

 

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবুধু শিউলি বেগম হত্যা মামলার রায়ে স্বামী মাসুদ আনছারীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ওই আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ফাঁসির রশিতে ঝুলিয়ে এই মৃত্যুদন্ডাদেশ কার্য়কর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ১এর বিচারক মোঃ আনোয়ারুল হক আজ রোববার এই মামলার রায় দেন। ফাঁসির আদেশ প্রাপ্ত মাসুদ আনছারী বগুড়া শহরের নামাজগড় মসজিদের পাশের মৃত মাফুজুল হকের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিহালী উত্তরপাড়ার সাহেব আলী সরকারের মেয়ে শিউলি বেগমের সাথে আসামি মাসুদ আনছারীর বিয়ে হয় এবং বিয়ের পর ঘর সংসার করা কালে তাদের সন্তান জন্ম নেয়। মাসুদ আনছারী তার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে এবং যৌতুকের দাবিকৃত ওই টাকা না পেয়ে সে স্ত্রী শিউলী বেগমকে গত ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরের মধ্যে মারপিট সহ নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে ঘরের মধ্যে ফেলে রাখে। এর দুইদিন পরে আহত শিউলি বেগম তার স্বামীর বাড়িতে ২৭ ফ্রেবুয়ারি ৪ টায় মারা যায়।

এব্যাপারে নিহত ওই গৃহবধুর মা বুলি বেওয়া বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি তৎকালীন বগুড়া সদর থানার এস আই নবিউল ইসলাম তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আলী আসগার, তাকে সহায়তা করেন এপিপি এড. কারিমুল ইসলাম বকুল এবং আসামি পক্ষে এড. হুসনে নুর রশীদ রূপালী।

Viewed 4950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!