সংবাদপত্রের কালো দিবসে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধায় শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রবীন সাংবাদিক বাবু রতন রায়। শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি সাজু মিয়া, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সদস্য আসাদুল্লাহ, মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এ ওয়ান টেলিভিশনের শিবগঞ্জ প্রতিনিধি তৌহিদ মন্ডল, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, সোহানুর রহমান সিয়াম,গোলজার রহমান,জহুরুল ইসলাম সৈকত প্রমূখ। ১৬ জুন সংবাদপত্রের কালো দিবসের এই আলোচনা সভায় বক্তরা বলেন ১৯৭৫ সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ৪টি সংবাদপত্র রেখে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিবর রহমানের এই কালো আদেশ বাতিল করেন।
বক্তারা সাংবাদিকের কালো অধ্যায়ের নিন্দা জানান সেই সাথে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Viewed 1010 times