বগুড়ায় জিতু বাহিনীর ৩ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

শাকিল হত্যার ঘটনায় ২৭ জনের নামে মামলা দায়ের
স্টাফ রিপোর্টারঃ। বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে করতে না পারায় বাবা রিকশাচালক মো: শাকিল আহমেদ (৪০) কে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মালেকা বাদী হয়ে দায়ের করা মামলায় ১৭ জনের নাম উল্লেখ করাসহ আরও ৮-১০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার রাতেই পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনকে গ্রেফতার করে।
নিহত শাকিল আহমেদ বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ এলাকার সাজুর পুত্র।
গ্রেফতারকৃত আসামিরা হলো, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু সরকার, মতি ওরফে মতিন ও শফিকুল হাসান ওরফে বিপ্লব।
মামলার তদন্তকারি কর্মকর্তা, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই জোবায়ের খান জানান, আসামিদের কে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মেহেদী হাসান আবেদন শুনানী শেষে ওই ৩ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে শাকিল আহমেদ হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখা। আজ রোববার বিকেলে শহরের সাতমাথায় সংগঠনের সভাপতি এ্যাড. দিলরুবা নূরী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এ্যানি’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সহ-সভাপতি রাধা রানী বর্মন, অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু প্রমূখ।
বক্তারা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীর গ্রেফতার-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরমধ্যে জিতু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। বাঁকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Viewed 2620 times