বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে গিয়ে পুলিশের উপর ছুরিকাঘাত: পুলিশের ২ সদস্য আহত

বগুড়া প্রতিনিধি: আজ রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
জানা গেছে, বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ির এটিএসআই মোঃ জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মোঃ মানিকুজ্জামান এক বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে অভিযানে গেলে ওই আসামি হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
পরে স্থানীয় জনতা ও অন্যান্য পুলিশ সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামি নিশান একাধিক মামলার আসামি এবং গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। হামলার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আসামিকে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর তৎপরতা চলছে।
Viewed 3750 times