অতিরিক্ত টোল আদায়ে শাজাহানপুরের রানীরহাটে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শাজাহানপুরে রাণীরহাট নামের পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
জানাগেছে, গতকাল বুধভার শাজাহানপুর উপজেলার রাণীরহাটে কোরবানির পশুর ক্রয়-বিক্রয়ে গরু প্রতি ১২০০ থেকে ১৪০০ এবং ছাগল ৭০০ টাকার টোল আদায় করা হচ্ছিলো।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তা সংরক্ষণ আইনের ৩৮ ধারা ভঙ্গ করায় এই জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের সময় গরুর হাটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টোলের নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় এবং গ্রাহকদের থেকে অতিরিক্ত টোল আদায় করায় দণ্ডিত করা হয়। ইউএনও বলেন, “টোল তালিকা প্রদর্শন না করলে গ্রাহকরা সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়, যা ভোক্তা অধিকার লঙ্ঘন। আমরা এই ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছি। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলে জানায়।
Viewed 640 times