বগুড়ায় রাকিব হত্যা মামলার পলাতক আসামি আতিকুর রহমান গ্রাফতার

স্টাফ রিপোর্টারঃ গত ১১ এপ্রিল ভিকটিম রাকিব মোল্লা (২৮) পিতাঃ ইব্রাহিম মোল্লা (৫৬) সাং-দাখিনখান মধ্যেপাড়া, থানাঃ সদর, গাজীপুর মহানগর জেলাঃ গাজীপুরকে জিএমপি সদর থানাধীন দাখিনখান সাকিনস্থ জনৈক শওকত হোসেন কচুক্ষেতের ডোবায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা রক্তাক্ত যখম করে হত্যা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতা বাদী হয়ে সদর থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এজাহার নামীয় আসামীদের’কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার ৩ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উল্লেখিত হত্যা মামলার ১৬ নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ আতিকুর রহমান (৩৯) গ্রেফতার হতে পরিত্রান পাওয়ার জন্য বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ১নং গেট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল মহাস্থানগড় ১নং গেট এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১৬ নং পলাতক আসামী মোঃ আতিকুর রহমান (৩৯), পিতাঃ মৃত রমজান আলী, মাতাঃ নার্গিস বেগম সাং-দাখিনখান, বিশ্বরোড়, থানাঃ সদর, গাজীপুর মহানগর জেলাঃ গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর হস্তান্তর করা হলো৷
Viewed 370 times