বগুড়া শিবগঞ্জের মোকামতলায় ৪ কেজি গাজাসহ কুড়িগ্রাম জেলার আযম ও রাব্বানী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ আজ বুধবার বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর রুবেল সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর অভিযানকালে ৪ কেজি গাজাসহ মো: গোলাম আযম (২৮), পিতা মো: আয়নাল মো: গোলাম রাব্বানী (৩১), পিং মো: নজরুল ইসলাম, উভয়ের সাং-রতনপুর, রায়গঞ্জ ইউনিয়ন, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১টি করে মামলা আছে।
Viewed 630 times