শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ

দ.আ.ভ ডেক্স রিপোর্টঃ বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া, মিল্লাদ, দুস্থদের মাঝে চাল-ডাল-বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও দেশপ্রেমিক মানুষের অনুপ্রেরণা জোগায়। বাংল্লাদেশের আকাশে যতদিন ল্লাল-সবুজের পতাকা উড্ডীন থাকবে, ততদিন প্রশ্নহীনভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারিত হবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেন তারা।
Viewed 1410 times