July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ

দ.আ.ভ ডেক্স রিপোর্টঃ  বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী শুক্রবার পালিত হয়েছে।‎ এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভা, দোয়া, মিল্লাদ, দুস্থদের মাঝে চাল-ডাল-বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

 

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।

 

 

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও দেশপ্রেমিক মানুষের অনুপ্রেরণা জোগায়। বাংল্লাদেশের আকাশে যতদিন ল্লাল-সবুজের পতাকা উড্ডীন থাকবে, ততদিন প্রশ্নহীনভাবে জিয়াউর রহমানের নাম উচ্চারিত হবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেন তারা।

Viewed 1410 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!