July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

চট্টগ্রামের পাহাড়তলী থানা হতে লুণ্ঠিত অস্ত্র, গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

ডেক্স রিপোর্ট:

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলি জেলে পাড়া পিসি রোড়ে শুকতারা গ্যারেজসংলগ্ন খাজা গরীবে নেওয়াজ তেলের দোকানের উত্তর পাশে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ছোরাসহ পারভেছ নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি বাবুল আজাদের নেতৃত্বে এসআই সন্তোষ বালা, এসআই জাহেদ উল্লাহ জামানসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে আসামি পারভেজের স্বীকারোক্তি মোতাবেক বুধবার বেলা ৩টার দিকে পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে রিয়াজুর রহমান প্রকাশ মুরাদকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ৫ আগস্ট পাহাড়তলী থানা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে থানার অস্ত্রাগার হতে লুণ্ঠিত।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন, লুণ্ঠিত এসব অস্ত্র দিয়ে গ্রেফতারকৃত আসামিরা নির্জন স্থানে চলাচলরত পথচারী,অটোরিকশা চালকদের ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে আসছে। গ্রেফতারকৃতদের অস্ত্র, থানা ভাংচুর ও ডাকাতি প্রস্তুতি মামলায় আদালতের মাধ্যমে বুধবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

Viewed 1090 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!