৫৭ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন আরবাজ খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান আবারও বাবা হতে চলেছেন—এমন গুঞ্জন এখন বলিপাড়ায় আলোচনার কেন্দ্রে। স্ত্রী সুরা খান নাকি অন্তঃসত্ত্বা। এ নিয়ে সরাসরি কিছু না বললেও, সম্প্রতি একটি ভিডিও সামনে আসায় ভক্তদের জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, ৩৫ বছর বয়সি সুরা খান ঢিলেঢালা ডেনিম টপ ও স্কার্টে ছিলেন, আর তার বেবিবাম্প ছিল স্পষ্ট। বলিউডের পরিচিত পাপারাজ্জি ভিরল ভবানী ভিডিওতে উল্লেখ করেছেন, ‘সুন টু বি মাম্মি’, যা অনেকটা নিশ্চিত করে দিয়েছে আসন্ন মাতৃত্বের খবর।
খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাসে ভরে ওঠে। কেউ লিখেছেন, ‘সত্যি, খুব মিষ্টি খবর। ৫৭ বছর বয়সে এসে বাবা হওয়ার সাহস দেখিয়েছেন আরবাজ, প্রশংসা না করে পারছি না।’ আরেকজন লেখেন, ‘অভিনন্দন খান পরিবারকে।’ কেউ আবার মজার ছলে বলেন, ‘সালমন চাচুর দায়িত্ব তো আরও বেড়ে গেল!’
২০২৩ সালে প্রেমের একবছরের মাথায় ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন আরবাজ ও সুরা। এই বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজের প্রথম পক্ষের ছেলে আরহান খানও। বরং বাবার নতুন স্ত্রীর সঙ্গে আরহানের সম্পর্ক বেশ ভালো বলেই দেখা যায়, তাদের একাধিকবার একসঙ্গে রেস্তোরাঁয় দেখা গেছে।
সুরা খান একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তাদের পরিচয় হয় ‘পাটনা শুক্লা’ সিনেমার সেটে, যেখানে রবিনা ট্যান্ডনের মেকআপ করতেন সুরা। ছবিটি প্রযোজনা করছিলেন আরবাজ। কাজ করতে করতেই তৈরি হয় সম্পর্ক, আর সেখান থেকেই প্রেম ও পরিণয়।
মালাইকা আরোরার সঙ্গে ডিভোর্সের পর আরবাজ খানের দীর্ঘ চার বছর সম্পর্ক ছিল ইতালীয় মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে। তবে আরবাজ সংসার করতে চাইলেও জর্জিয়া নাকি তখনো ক্যারিয়ার নিয়ে বেশি ভাবছিলেন। অবশেষে দুজনের সম্মতিতেই বিচ্ছেদ হয়।
এখন আবার নতুন অধ্যায়ের পথে আরবাজ ও সুরা। তাদের পরিবারে আসছে নতুন অতিথি—যা নিয়ে বলিউড পাড়ায় ইতোমধ্যেই বইছে শুভেচ্ছার বন্যা।
Viewed 180 times