July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হিলিতে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছে সিন্ডিকেট: সারজিস

ডেস্ক রিপোর্টঃ জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে; যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এখানে এসে আমি নিরাশ হয়েছি। এখানকার মানুষেরা বছরের পর বছর ধরে উন্নয়নবঞ্চিত একটি জনপদে বসবাস করছেন। বন্দরের রাস্তা ভালো না, রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামে না, হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসকও নেই।

 

তিনি বলেন, বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে মানুষের পেটের পাকস্থলী পর্যন্ত নড়ে উঠে। ঝুঁকিপূর্ণভাবে যানবাহন হেলে-দুলে চলে। বিগত দিনে রাজনৈতিক নেতা ও একটি সিন্ডিকেট লুটেপুটে খেয়েছে। তারা বন্দর এলাকায় কোনো উন্নয়ন করেনি। মানুষকে তারা ধোঁকা ও প্রতারণা করে কোটি কোটি লুটপাট করেছে। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না। নেতা হতে হলে জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়।

 

মঙ্গলবার বিকাল ৩টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।

 

এ সময় কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সারজিস আলম বলেন, আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন। তারা যে দলেরই লোক হোক না কেন। খারাপ মানুষদের ভোট দিবেন না। তাদের বয়কট করবেন। কারণ তারা টাকা দিয়ে ভোট কিনে আপনাদের সঙ্গে প্রতারণা করবে। আওয়ামী লীগ কখনই ফিরবে না। তারা কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে দেওয়া হয়েছে।

 

আগে গণহত্যার বিচার করতে হবে জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আপনারা হিলি স্থলবন্দরসহ এলাকার সমস্যাগুলো নিয়ে ঢাকায় আসবেন, আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব।পরে সারজিস আলম বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন।

Viewed 680 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!