July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কুষ্টিয়ায় আ.লীগ নেতা হানিফের আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা

ডেস্ক রিপোর্টঃ  কুষ্টিয়া-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি আমীর হামজা।

রবিবার (২৫ মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

প্রার্থিতা ঘোষণা উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

অনুষ্ঠানে মোবারক হোসেন বলেন, “কুষ্টিয়া-৩ আসনের মধ্য দিয়ে আমরা প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন করলাম। ১৮ কিংবা ২৪ সালের মতো প্রহসনের নির্বাচন নয়, জনগণ চায় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। জামায়াতে ইসলামীও সেই দাবি জানাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা যে প্রার্থী দিয়েছি, তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন সুপরিচিত ইসলামি চিন্তাবিদ। তার জনপ্রিয়তা মাঠে কাজ করা সহজ করে দেবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর আমীর এনামুল হক, ছাত্রশিবির শহর শাখার সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে পরপর দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

Viewed 550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!