বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ রোববার (২৫ মে) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।
জুলাই-আগস্ট গণঅভুত্থ্যান চলাকালে গত বছরের ৪ আগস্টের সহিংসতার ঘটনায় দায়ের করা মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্ডকারী কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম আদালতে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আমিনুল ইসলাম ডাবলু (৪৫) ও জেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) ও বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফকে (৩৫) গত শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিে গ্রেফতার করে।
Viewed 440 times