July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে ওয়াইসির পালটা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানকে এবার ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন ভারতের অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম বা এআইমিম) দলের প্রধান ও হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি।একই সঙ্গে ‘পাকিস্তান যদি পরেরবার এ ধরনের দুঃসাহস দেখায়, তাহলে ভারত কল্পনাতীত জবাব দেবে’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

ওয়াইসি বর্তমানে বিজেপির এমপি বিজয়ন্ত পাণ্ডার নেতৃত্বাধীন ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে বাহরাইনে অবস্থান করছেন। রোববার সেখানেই এক আলোচনায় অংশ নিয়ে পাকিস্তানকে খোঁচা দিয়ে ওই হুঁশিয়ারি দেন। খবর এনডিটিভির।

আলোচনা সভায় ওয়াইসি বলেন, ‘আমাদের সরকার আমাদেরকে এখানে পাঠিয়েছে… যাতে বিশ্ব জানতে পারে, গত কয়েক দশক ধরে ভারত কী ধরনের হুমকির মুখোমুখি হচ্ছে। দুঃখজনকভাবে আমরা বহু নিরীহ প্রাণ হারিয়েছি। এ সমস্যার উৎস কেবল পাকিস্তান। যতদিন না পাকিস্তান এসব সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা ও পৃষ্ঠপোষকতা বন্ধ করবে, ততদিন এ সমস্যা থেকে নিস্তার নেই’।

এআইমিম প্রধান এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের সরকার প্রতিটি ভারতীয়র জীবন রক্ষায় সব পদক্ষেপ নিয়েছে। সরকার অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে—পরেরবার যদি পাকিস্তান এ ধরনের দুঃসাহস দেখায়, তাহলে ভারতের জবাব হবে তাদের কল্পনারও বাইরে’।

ওওয়াইসি বলেন, ‘ভারত একাধিকবার চরম ধৈর্য দেখিয়েছে, এমনকি ভয়াবহ উসকানির পরেও। পেহেলগামে হামলায় যখন ২৬ জন পর্যটক নিহত হন, তখন আমরা মানবিক দিকটি গভীরভাবে অনুভব করেছি। এক নববিবাহিতা বিয়ের সপ্তম দিনেই বিধবা হয়ে যান। অন্য একজন মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন— তিনিও তার স্বামীকে হারান। এ হত্যাযজ্ঞের মানবিক দিকটা একবার অনুধাবন করুন’।

ভারতের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তিনি বলেন, ‘ভারতের কাছে প্রয়োজনীয় সব সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। যাতে শুধু ভারতীয় নাগরিকদের নয়, ভারতে বসবাসকারী প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়’।

আসাদউদ্দিন ওয়াইসি জানান, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্ত পেরিয়ে আসা হুমকি মোকাবিলায় কার্যকর প্রমাণিত হয়েছে।

তার ভাষায়, ‘সরকার, মিডিয়া, আমাদের প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান থেকে আসা সব আক্রমণ প্রতিহত করেছি’।

আন্তর্জাতিকভাবে সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সহযোগিতার প্রয়োজন রয়েছে উল্লেখ করে ওয়াইসি এ সময় ‘পাকিস্তানকে ফের এফএটিএফ-এর ধূসর তালিকায় (গ্রে-লিস্ট) অন্তর্ভুক্ত করার’ আহ্বান জানান।

তার ভাষায়, ‘এই অর্থগুলো সন্ত্রাসবাদে ব্যবহৃত হয়েছে। আমি বাহরাইন সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন এফএটিএফ-এ পাকিস্তানকে আবারও ধূসর তালিকাভুক্ত (গ্রে-লিস্ট) করতে আমাদের সহায়তা করে’।

নিজেদের মধ্যকার রাজনৈতিক পার্থক্য প্রসঙ্গে ওয়াইসি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য রয়েছে— কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। প্রতিবেশী রাষ্ট্রের এটা বোঝা উচিত’।

এদিকে ভারতের এই সর্বদলীয় প্রতিনিধি দলে বিজেপি এমপি বিজয়ন্ত পাণ্ডা ও আসাদউদ্দিন ওয়াইসি ছাড়াও আরও রয়েছেন— বিজেপি এমপি নিশিকান্ত দুবে ও ফ্যাংনন কোনিয়াক, এনজেপি নেতা রেখা শর্মা, সতনাম সিং সান্ধু, গুলাম নবী আজাদ ও রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

প্রতিনিধি দলের লক্ষ্য:

২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারতের প্রতিক্রিয়া ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো সহনশীলতা নীতি’ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। এ লক্ষ্যে দলটি সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবে।

Viewed 710 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!