July 7, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সদর উপজেলার রবিউলের গোয়াল ঘর থেকে ৬ টি গরু চুরি :থানায় অভিযোগ দায়ের  

তাহিয়াতুল কাবীর,স্টাফ রিপোর্টারঃ  মোঃ রবিউল ইসলাম (২৯), পিতাঃ মোঃ মেজর রহমান, মেঘাগাছা, ইউনিয়নঃ রাজাপুর, থানা ও জেলা বগুড়া। মঙ্গলবার দিবাগত রাতের খাওয়া দাওয়া শেষে আমার বাড়ির পিছন দিবগুড়ায়কে গোয়ালে ২ টি ষাড় গরু (কালো ও লাল), ৩ টি বুকোন (সাদাকালো মিশ্রন ১টি, ২টি লাল), ১টি গাভী (সাদা কালো মিশ্রন শিং মোড়ানো) ভালো ভাবে দেখে আমার মা-বাবা গোয়ালের দরজায় চায়না তালা দিয়ে চলে আসে। অদ্য ২১ মে ভোর সারে ৫ টার সময় বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মেঘগাছা গ্রাম আমার নিজ বাড়িতে আমার ছোট ভাইয়ের বৌ ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরের পিছন দিকে ইটের দেওয়াল ভেঙ্গে কে, বা, কাহারা আমার ৬ টি গরু চুরি/ডাকাতি করে নিয়ে গেছে। আমার ছোট ভাইয়ের বৌ এটা দেখা মাত্র চিৎকার দিলে আমি এবং আমার পরিবারের লোকজন বাড়ির পিছনে গোয়াল ঘরে এসে দেখি দেওয়াল ভেঙ্গে আমার সবকয়টি গরু নিয়ে চলে গেছে। সাথে সাথে আমি গ্রামের সবজায়গায় খোঁজখবর করে ও কোথাও আমার গরু খুজে পাই নি। ৬ টি গরুর আনুমানিক বাজার মূল্য-সাড়ে ৪ লক্ষ টাকা । গরু চুরির ঘটনা নিয়ে আমার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উক্ত চুরির ঘটনার বিষেশভাবে আইনী সহযোগীতা কামনা করছি। প্রকাশ থাকে যে চুরি করার তালা কাটিং মেশিনের খোলা প্যাকেট তারা রেখে যায়।

Viewed 1230 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!