May 20, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পাল্টাপাল্টি মামলা, ইজারাদার সহ আসামি:২৩ জন

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা চারমাথা বাজারে হাটবাজারে অবৈধ ইজারা আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে হাট ইজারাদার শাহাদাত হোসেনসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

স্থানীয় কৃষক আমিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেন। মামলায় শাহাদাত হোসেন ছাড়াও তার ৮ সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

 

শাজাহানপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদ করিম মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন, কৃষকদের পক্ষ থেকে আনীত অভিযোগের ভিত্তিতে এজাহার গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, হাট ইজারাদার ও তার লোকজনের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল, তবে তা এতদিন আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।

 

মামলার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানা গেছে।

Viewed 4500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!