বগুড়া প্রেসক্লাব ও বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের পক্ষ থেকে ডিসি-এসপি বরাবর স্মারকলিপি প্রদান

- উদ্যেশ্য প্রণোদিত মামলার প্রতিবাদ।
- সদর থানার ওসি’র প্রত্যাহারের দাবি।
- সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরের মামলা নিঃশর্তে প্রত্যাহারের দাবি।
স্টাফ রিপোর্টারঃ উদ্যেশ্য প্রণোদিত মামলার প্রতিবাদে ও সদর থানার ওসি’র প্রত্যাহার চেয়ে বগুড়া প্রেসক্লাব ও বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের পক্ষ থেকে ডিসি এসপি বরাবর স্মারকলিপি প্রদান করেন বগুড়া প্রেসক্লাব ও বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের নেতৃবৃন্দরা।
বাউল গানের কয়েকটি লাইন লেখে ফেসবুকে পোস্টের জেরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে উদ্যেশ্য প্রণোদিত মিথ্যা মামলার প্রতিবাদে, বগুড়া প্রেসক্লাব ও বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার পক্ষ থেকে পুলিশ সুপার বগুড়া ও জেলা প্রশাসক বগুড়ার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৬ ই মে দুপুর একটায় বগুড়া প্রেসক্লাব চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত প্রায় শতাধিক সাংবাদিক পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য দৈনিক মুক্ত জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ওয়াহেদ ফকিরকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে ২০ ঘন্টা আটক রেখে সাজানো ফরমায়েশি মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
মিথ্যা মামলার প্রতিবাদে ও বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন এর প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নিকট এই স্মারক লিপি তুলে দেন সাংবাদিক নেতারা।
স্মারকলিপি প্রদানের সময় বক্তারা বলেন, মিথ্যে অপবাদ থেকে সাংবাদিক ওয়াহেদ ফকিরকে দ্রুত মুক্তি ও সদর থানার ওসিকে প্রত্যাহার না কর হলে আগামী ১০ই মে শনিবার থেকে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।
বিজ্ঞাপন
উক্ত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার সবুর শাহ লোটাস, বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার প্রধান সমন্বয়ক ও মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতিক ওমরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক মির সাজ্জাদ আলী সন্তোষ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরাঞ্চল ব্যুরো মহসিন আলী রাজু, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাহ জাহান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়ার সমন্বয়ক তানভীর আলম রিমন, বৈশাখী টিভির বগুড়া প্রতিনিধি সুমন সরদার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, সিনিয়র সাংবাদিক ইনসান আলি শেখ সহ শতাধিক সাংবাদিক।
বার্তা প্রেরকঃ
আবু সাঈদ হেলাল।
Viewed 10540 times