দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব:আব্দুল হক সরকার
স্টাফ রিপোর্টার: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা দল-মত উর্ধ্বে গিয়ে আমাদের সবার দায়িত্ব বলে মন্তব্য করেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
আজ মঙ্গলবার বিকাল ৩ টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও দেশের মানুষ আজও প্রকৃত স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। দেশ স্বাধীন হলেও কার্যত তা বিদেশি আধিপত্যের প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করে, তারা এ দেশের জনগণের কল্যাণে কিছুই করতে পারেনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করেছে। জামায়াতে ইসলামী কখনোই স্বাধীনতাবিরোধী নয়, বরং জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।
অধ্যক্ষ আব্দুল হক সরকার বলেন, জামায়াতে ইসলামীকে রাজাকারের দল হিসেবে অপবাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জামায়াতে ইসলামীতে বহু মুক্তিযোদ্ধা রয়েছেন এবং আজও মুক্তিযোদ্ধারা এ দলে যোগ দিচ্ছেন। যারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক, তারাই জামায়াতে ইসলামী করেন।
তিনি অভিযোগ করে বলেন, মিথ্যা মামলা ও সাজানো বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কুরআনের আইন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আন্দোলন করার কারণেই তাদের শহীদ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রগ কাটার মতো জঘন্য মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। যদি শিবির সন্ত্রাসী সংগঠন হতো, তাহলে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে বিজয়ী হতে পারতো না।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি মানবিক, কল্যাণমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এ দেশ আমাদের, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার ঈমানি ও জাতীয় দায়িত্ব। স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হলে বিদেশি আগ্রাসনের পথ আবারও প্রশস্ত হবে।
শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম ও আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বগুড়া জেলা সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, উপজেলা অফিস সেক্রেটারি অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আব্দুর রউফ খাঁন, উপজেলা মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, মাওলানা ফজলুর রহমান এবং শাজাহানপুর পূর্ব শিবিরের সভাপতি সাকিরুল ইসলামসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Viewed 400 times