December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মহান বিজয় দিবসে ভয়েস অব জুলাই বগুড়ার শ্রদ্ধা নিবেদন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

oppo_0

প্রেস বিজ্ঞপ্তি: ৫৫ তম মহান বিজয় দিবসে বগুড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে

ভয়েস অব জুলাই বগুড়া। শ্রদ্ধা নিবেদন শেষে ঐতিহাসিক সাতমাথায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

 

উক্ত মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন অনুষ্ঠানের পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যুগ্ম পরিচালক ড.মোঃ আব্দুল মজিদ প্রামানিক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান সাজু।

 

আরো উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাই বগুড়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাব্বির আহম্মেদ রাজ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুদুল হাসান, মিজানুর রহমান মিজান, আফরিন সুলতানা, তাজনুর রহমান, সদস্য জাহিদ হাসান, বগুড়া সদরের আহ্বায়ক জুনায়েদ হোসেন, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ ফাহিম, হাসান মোল্লা প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন এবং পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ” মহান মুক্তিযুদ্ধের ৫৪ বছর অতিক্রান্ত হতে চলেছে। এদেশের জনগণ সেদিন অস্ত্র হাতে তুলে নিয়ে ঐতিহাহিক সশস্ত্র যুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে অভূতপূর্ব বিজয় অর্জন করেছিল। ৯ মাসের সেই জনযুদ্ধ ছিল এ যাবৎকালের ইতিহাসের বিচারে দেশবাসীর শ্রেষ্ঠ অর্জন।”

 

বক্তারা আরো বলেন, “জনগণের স্বপ্ন-বিজয়ের পর ৫৪ বছর পার হয়ে গেলেও মুক্তিযুদ্ধের সেই মর্মবাণী বাণী ও প্রত্যাশা আজও পূরণ হয়নি। বরঞ্চ আজ তার সিংহভাগ হাতছাড়া হয়ে গেছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপশক্তি গৌরবের সুদীর্ঘ গণসংগ্রাম ও মহান জনযুদ্ধের চিহ্নকে সরাসরি খামচে ধরে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে অভিযানে নেমেছে। শাসকদলগুলো তাদের সংকীর্ণ দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে মুক্তিযুদ্ধের বয়ানকে ইচ্ছামতো বিকৃত করে ঘৃণ্য অপকর্ম-অপরাধ সংগঠিত করেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শাসনামলে মুক্তিযুদ্ধের বয়ানকে একদলীয়করণ করা হয়েছে।

 

 

মুক্তিযুদ্ধের উচ্চ মর্যাদাকেও তারা ভুলুষ্ঠিত ও কলঙ্কিত করেছে। আর তার পূর্ণ সুযোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি। লাখো শহীদের পবিত্র রক্তে রঞ্জিত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তির আক্রমণ প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া জনগণের স্বপ্ন, প্রত্যাশা পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহিদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে ভয়েস অব জুলাই প্রতিশ্রুতিবদ্ধ।”

Viewed 800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!