December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

প্রবাসী ভোটার নিবন্ধন সাড়ে ৪ লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা ছাড়াল সাড়ে ৪ লাখ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট- সংক্রান্ত ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।

পোস্টাল ভোট বিডি’র তথ্যানুযায়ী, এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৫৬ হাজার ৭৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪৯৯ জন এবং নারী ভোটার রয়েছেন ২৮ হাজার ২৭৮ জন। একই অ্যাপে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৪২৮ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৪৪ হাজার ৩৬৯ জন এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন ৫৯ জন।

নির্বাচন কমিশন (ইসি) এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ভোট দিতে পারবেন। এজন্য সংশ্লিষ্টদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হচ্ছে। গত ১৯ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

বর্তমানে যে সব দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে, তার মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে তা নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

Viewed 100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!