December 17, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ডেস্ক রিপোর্টঃ

জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ ৫ অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’এ এই শুনানি হবে। কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উসকানি, ২৮৬টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করাসহ ৫টি অভিযোগ।

প্রসিকিউশন তাদের বিরুদ্ধে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন ট্রাইব্যুনালে। এরপর, শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করেন তারা। সে বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে।

এছাড়াও, ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায়ও শুনানি হবে আজ। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

একই ট্রাইব্যুনালে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুই জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হতে পারে আজ। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’এ, আবু সাঈদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

Viewed 50 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!