May 19, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জুলাই গণহত্যার বিচার ও সাম্য হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

জুলাই গণহত্যার বিচার।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শাহরীয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের শাস্তির দাবি।
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি শাহ সুলতান কলেজ সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

 

প্রেস বিজ্ঞপ্তিঃআজ বেলা ১১ টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসে জুলাই গণহত্যার বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, ছাত্রদল নেতা শাহরীয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি শাহ সুলতান কলেজ সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি শাহ সুলতান কলেজ সংসদের সাধারণ সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক পলাশ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সভাপতি বায়েজিদ রহমান, ছাত্রনেতা রাকিব হোসেন, সোহাগ চন্দ্র প্রমুখ।সমাবেশে সংহতি প্রদান করে বক্তব্য রাখেন সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল নেতা মোঃ জাকিরুল ইসলাম।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কেবল নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তৃপ্তির ঢেঁকুর তোলার সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করতে হবে। বিগত প্রায় ১৬ বছরে আওয়ামীলীগ, তার অঙ্গসংগঠন ও সহযোগীদের দ্বারা সংঘটিত সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্ষমা প্রার্থনা অথবা অনুশোচনা প্রকাশ- এসব কোনোকিছুর মধ্য দিয়েই আওয়ামী লীগের কৃতকর্মের দায় কোনোদিন ঘুচবে না। আওয়ামী লীগের কৃতকর্মের জন্য প্রাপ্ত শাস্তি তাদের কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। আমরা অবিলম্বে হাসিনাসহ গণহত্যাকারী আওয়ামী লীগের খুনীদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ছাত্রদল নেতা শাহরীয়ার আলম সাম্য হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ” জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতৃস্থানীয় ভূমিকা পালন করা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই দায় এড়াতে পারে না। সাম্যের হত্যাকান্ড ভিসি-প্রক্টরের ব্যর্থতারই নমুনা মাত্র। আমরা আজকের সমাবেশ থেকে প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সাম্যকে যেভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তা রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা তা ক্ষতিয়ে দেখার দাবি জানাচ্ছি।”
বিজ্ঞাপন
৭১-এ মহান মুক্তিযুদ্ধে জেনোসাইডকারী দলের বিচার ও শাস্তি নিশ্চিতকরণ, লক্ষ্মীপুরের মাদ্রাসা শিক্ষার্থী সানিম হোসেন ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল ত্নেং কিম বম-এর মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয় সমাবেশ থেকে।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Viewed 60 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!