প্রধান উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে বগুড়া এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৮ জন আহবায়কের পদত্যাগের ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ এমবুলেস মালিক কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার তফসিল ঘোষণার ২৪ ঘন্টা না পেরুতেই প্রধান উপদেষ্টা আলীমান হাকিম খোকার প্রতি অনাস্থা জানিয়ে একে একে সংগঠনের ৮ জন সদস্য সমিতির সকল কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার রাত ৮ টার দিকে তারা একযোগে সংগঠনের প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে সংগঠনের সকল কার্যক্রম থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মোকছেদুর রহমান, মোঃ জহুরুল ইসলাম পলাশ, মোঃ সাইফুর সেতু, মিজানুর রহমান বাবু, মোমিন ইসলাম, সহিদুল ইসলাম সুইট এবং কাজী মোঃ রায়হান পাপ্পু। পদত্যাগ পত্রে তারা উল্লেখ করেন যে আমরা বাংলাদেশ এম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সুষ্ঠুভাবে নির্বাচন করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির একজন সদস্য হিসেবে মনোনীত ছিলাম। কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করছি যে উক্ত আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যাচ্ছে। এতে করে নির্বাচনে ব্যাপক কারচুপি ও বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার ফলে আমাদের মান সম্মান ভুলুন্ঠিত হতে পারে বলে আমরা মনে করছি। তাই অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সকল কার্যক্রম থেকে আমরা পদত্যাগ ঘোষণা করলাম। উল্লেখ্য দেড় মাস আগে বগুড়া অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আলিমান হাকিম খোকাকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এরই অংশ হিসেবে গতকাল শনিবার রাতে সংগঠন কার্যালয়ে তফসিল ঘোষণার মাধ্যমে আগামী ১৭ই মে নির্বাচনের তারিখ দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঠিক ২৪ ঘন্টা পরেই প্রধান উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে এই আটজন সদস্য পদত্যাগ করলেন।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 4330 times