বগুড়ায় কটকটি ব্যবসায়ী নান্নু ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ আহত

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সদর উপজেলার লাহিড়ীপাড়া বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নান্নু প্রামানিক আহত। জানা যায়, লাহিড়ীপাড়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের বক্স প্রামাণিকের পুত্র মহাস্থান ত্রী মোহনী বন্দরে কটকটি ব্যবসায়ী নান্নু প্রামাণিক। প্রতি দিনের ন্যায় শনিবার ১৯ এপ্রিল রাতে নান্নু বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এসময় লাহিড়ীপাড়া বন্দর এলাকার আকলাজিয়া রাস্তার উপরে ছিনতাইকারীরা নান্নুর গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়। ভবানীঞ্জের ছিনতাইকারীকে চিনতে পেরে তাকে নান্নু প্রামাণিক জাপ্টে ধরার চেষ্টা করেন। ছিনতাইকারী জান্নাতুন তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মাটিতে লুটিয়ে পড়ে।চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 1140 times