April 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার 

উপজেলা প্রতিনিধি,শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) পটুয়াখালী ও বরিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে চোরাইকৃত ২৯টি ব্যাটারি ও ১০৫টি সন্দেহজনক গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাসিন্দা মো. ইয়াকুব মৃধা (৪৪), এবং মো. শহিদুল ইসলাম শহিদ (৫৫), বরিশাল জেলার বিমানবন্দর থানার করাপুর মাষ্টারবাড়ি এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের সলঙ্গা থেকে মো. নুরুন্নবীউল আহসান রুমিকে গ্রেফতার করেছে থানা।

উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি রাতে শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় “কিষান অটো” ব্যাটারির দোকান থেকে ৪১টি ব্যাটারি চুরি হয়। দোকানের মালিক মুনজুরুল হাসান পরদিন থানায় মামলা দায়ের করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে নুরুন্নবীউল আহসান রুমিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ মার্চ পটুয়াখালী থেকে মো. ইয়াকুব মৃধা এবং বরিশাল থেকে মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

এসময় শহিদুল ইসলামের কাছ থেকে চুরি যাওয়া ২৯টি ব্যাটারি এবং তার বাড়িতে থাকা ১০৫টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারগুলো অন্য কোনো স্থান থেকে চুরি করা হয়েছে। প্রকৃত মালিকদের শনাক্ত করতে সংশ্লিষ্ট থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 “সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 910 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!